সিরিজ বোমা হামলা দিবস পালন জেলা আওয়ামী লীগের


প্রেস বিজ্ঞপ্তি: জামাত-বিএনপির মদদে সারাদেশে সিরিজ বোমা হামলা দিবসের তীব্র নিন্দা ও প্রতিবাদসভা করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। আজ সোমবার রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মনিরুল ইসলাম তাজুল, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক,  জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্র্ণিমা ভট্টাচার্য, বাগমারা  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ  অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভাকেট আব্দুস সামাদ মোল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুনসহসহ প্রমুখ।

বক্তারা বলেন, জামাত বিএনপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারাদেশে সিরিজ বোমা হামলা চালায়। এদেশকে জঙ্গী মৌলবাদ রাষ্ট্রে পরিণত করার জন্য এ ষড়যন্ত্র করেছিল। তারা বারবার  বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেও কোন লাভ করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যাত্রা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উচুঁ করে দাড়িয়েছে।   কারণ শেখ হাসিনার সফল নেতৃত্ব  বিশ্ব দরবারে প্রশংসিত।