![](https://1.bp.blogspot.com/-leDsH6Y3ex8/X0UDJS_N8fI/AAAAAAAABp0/ZwMtsY202hIjgP_Fh8yaqYnlwsw2iOErgCLcBGAsYHQ/w1000-h499/RCC%2BSHOK%2BPHOTO%2B25.8.2020.jpg)
শোক বার্তায় মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর।