সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন সাকিব


ফটোসেশনের আগে সতীর্থদের সঙ্গে সাকিব। ছবি : বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার (১৫ মে) রাতে ফ্লাইটে উঠবেন ক্রিকেটাররা। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। এর আগে সুখবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ফটোসেশন নিয়ে হয়েছিল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে ছিলেন সাকিব। বিজ্ঞাপন শেষ করে তড়িঘড়ি করে ফটোসেশনে যোগ দিয়েছিলেন তিনি। যাতে হয়েছিল অনেক সমালোচনা। এবার তার পুনরাবৃত্তি হয়নি। সাকিবকে বরং দেখা গিয়েছে বেশ হাসিখুশি ঢংয়ে। মাঠেও সবার সঙ্গে ছিলেন স্বতঃস্ফূর্ত। ফটোসেশনের আগে বাকি ক্রিকেটারদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা যায় তাকে।