পাবনা প্রতিনিধি : বাচনশৈলীর পরিচালক ও সাংস্কৃতিক কর্মী প্রকৌশলী অম্লান দত্ত অভি’র স্ত্রী সুমি রাণী মিত্র (সুমিতা দত্ত টুম্পা) ও সদ্য ভুমিষ্ঠ সন্তান অনির্বাণ দত্তের অনাকাঙ্খিত অকাল প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পাবনার আবৃত্তি সংগঠন বাচনশৈলী।
বাচনশৈলীর সামুন সাব্বির এক বিবৃতিতে জানান, তাদের অকাল মৃত্যুতে বাচনশৈলী পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।
এছাড়াও শোক জ্ঞাপন করেছেন, হৃদয়ে পাবনার আহ্বায়ক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পাবনা মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, আকাশ নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক তামান্না তানজীন জান্নাতী, বার্তা সম্পাদক বাঁধন হাসান বাপ্পী, মেহেরুননেছা জুঁই, পথ সাহিত্য সংসদের আসাদুল ইসলাম শফিক প্রমূখ।