উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেল ইতালি। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য করে ইতালি। কিন্তু বসনিয়ার জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ১২তম মিনিটে এই অর্ধের সেরা সুযোগটি পান ফেদেরিকো চিয়েসা; তবে পাশের জালে মারেন ফিওরেন্তিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর শুরুর দিকে ২ মিনিটের ব্যবধ্যানে দুই দলই সুযোগ নষ্ট করে। ৫৩তম মিনিটে দুরূহ কোণ থেকে বসনিয়ার ফরোয়ার্ড আরমিন হজিচের শট পোস্টে লাগার পর লরেন্সো ইনসিনিয়ের হেড পোস্টে বাধা পায়।
৫৭তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। কর্নারে তনি সুনিচের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ঠিকানা খুঁজে নেন রোমার ফরোয়ার্ড জেকো।
এর ১০ মিনিট পর সমতা টানে ইতালি। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ইনসিনিয়ের কাটব্যাক ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় ডান কোনা দিয়ে বল জালে পাঠান ইন্টার মিলানের মিডফিল্ডার স্তেফানো সেন্সি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন এভারটনের মিডফিল্ডার মুহামেদ বেসিচ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে ড্রয়ে শেষ হয় ম্যাচটি।