নওগাঁ প্রতিনিধিঃ ধর্ষন মামলার রায় ৩০ কার্য দিবসের মধ্যে সমাপ্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে নওগাঁয় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের নওজোয়ান মাঠের সামনের প্রধান সড়কে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানব বন্ধন চলাকালে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান ও কায়েস উদ্দিন, জেলা এ্যাড বার এ্যাসোনিয়েশানের সভাপতি খোদাদাদ খান পিটু, সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক খোন্দকা, সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক খন্দকার হাশেম আলীসহ প্রমুখ।
বক্তারা বলেন, শাস্তি নিশ্চিত না হওয়ায় সমাজের ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিচার কাজ বিলম্বিত হওয়ায় ছাড় পাচ্ছে অনেক অপরাধীই। তাই ধর্ষন মামলার বিচার কার্য ৩০ কার্য দিবসের মধ্যে শেষ করে দোষিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার পাচ শতাধিক মানুষ অংশ নেন।