প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : এলাকার বিশেষ উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেলেন বাইসাইকেল। প্রধান অতিথি হিসেবে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম প্রমুখ।
এদিকে সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির চত্বরে শিব মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট স্কুল পরিদর্শন এবং ভার্চুয়ালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভা, আইনশৃঙ্খলা সভা, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের মাঝে সুরক্ষাসামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ঐচ্ছিক তহবিল থেকে গরীব ও দুস্থ্যসহ বিভিন্ন রোগীদের মাজে ৮৫ হাজার টাকা প্রদান করেন।