৩৪টি পেশাজীবী সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন মেয়র লিটন


অজয় ঘোষ, রাজশাহী: করোনা ভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে আরো ৩৪টি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগর ভবন চত্বরে ৩৪টি সংগঠনের ৬ হাজার ৮৪৮জন সদস্যের জন্য ৩৫ হাজার ৯৯০ কেজি (৩৬টন) চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে চার দফায় ৮০টি পেশাজীবী সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছেন মেয়র।

করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীনও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিচ্ছেন মেয়র। খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিকতায় আজ ৩৪টি পেশাজীবী সংগঠনকে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হলো।

সংগঠনগুলো হলো, মঙ্গলবার বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চতুর্বেদী সার্বজনীন মন্দির, বাংলাদেশ মিউজিয়ানশনস ফাউন্ডেশন, রাজশাহী জেলা মিশুক মালিক সমিতি, রুপরেখা কিশোর মেলা, রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, মালোপাড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, লোকনাথ উচ্চ বিদ্যালয় সুপার মার্কেট, সান্ধ্যপ্রদীপ সাংস্কৃতিক একাডেমী, রাজশাহী করাত কল মালিক সমিতি, পড়সী সমাজ কল্যান সংস্থা, মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতি, চৌধুরী হকার্স মার্কেট, রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা, রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, রেনেসাঁস কিন্ডারগার্টেন স্কুল, রাজশাহী মহনগর টায়ার ভলকানাইজিং সমিতি, সোতোকান কারাতে দো কাউন্সিল, বিশ্ববিদ্যালয় নিম্ন আয়ের দোকানদার, আমচত্বর ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি, পর্যটন মোটেল, বিসমিল্লাহ পুরাতন বই মার্কেট মালিক সমিতি, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, প্রাইভেট ড্রাইভার, গণকপাড়া ব্যবসায়ী সমিতি, সমাজ কল্যাণ সামাজিক বন্ধন, রাজারহাতা কালী মাতার মন্দির, আবাসিক হোটেল মালিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেট, যুব ক্রিকেট স্কুল, নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণ (এ্যাড. পূর্ণিমা ভট্রাচার্য), রাজশাহী জেলা ফুটবল রেফারী এ্যাসোসিয়েশন, শাহমখদুম সমাজসেবা সোসাইটি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।