চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা 


চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার (০২ জুন) বিকেলে চাটমোহর প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের   প্রধান নির্বাচন কমিশনার এম এ জিন্নাহ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এ সময় অপর দুই নির্বাচন কমিশনার বিপ্লব আচার্য ও মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করার সময় প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সদস্যগণের উপস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রেসক্লাবের সদস্যগণ নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।
চাটমোহর প্রেসক্লাবের ৩০ জন সদস্যর একটি খরসা ভোটার তালিকাও এ সময় উপস্থাপন করা হয়। আগামী ২৯ জুন চাটমোহর প্রেসক্লাব চত্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।