নাশকতার মামলায় নাটোরে ১০ দিনে বিএনপি, জামায়াত-শিবিরের ১১৬ কর্মী গ্রেফতার


নাটোর প্রতিনিধি: নাশকতার মামলায় নাটোরে ১০ দিনে বিএনপি, জামায়াত-শিবিরের ১১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম
নেওয়াজ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দেশব্যাপী সহিংসতা চালিয়ে ব্যাপক নাশকতা করেছে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা কর্মিরা। সেই নাশকতা তারা নাটোরেও চালিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করেছে। পুলিশ, সাংবাদিক সহ অনেক মানুষ আহত হয়েছে তাদের হামলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আসামিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গত ১০ দিনে পুলিশ ১১৬ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে। নাশকতার সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।