নিয়ামতপুরে রাস্তা-ঘাট পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর রাস্তা-ঘাট পরিষ্কারে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণ মেধাবী শিক্ষার্থীরা। তাদের পরিষ্কার অভিযান স্বাগত জানিয়েছেন স্হানীয়রা।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলা সদরে ১০০ জন ৫ টি দলে ভাগ হয়ে পরিষ্কার অভিযান চালান শিক্ষার্থীরা।
অমিত নামের এক শিক্ষার্থী বলেন, সারাদেশে ছাত্র সমাজের এ দেশ সংস্কারের ডাক দিয়েছে। সেই ডাকেই আমাদের উপজেলাকে পরিচ্ছন্ন করার কাজ হাতে নিয়েছি। দেশের যেকোন প্রয়োজনে আমরা প্রস্তুত।
রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সারোয়ার জাহান বলেন, ছাত্র আন্দোলনের ফল ঘরে এসেছে। এখন সারাদেশ পরিষ্কার চলছে। আমরাও নিজ উপজেলায় সেই কাজ করেছি।
রাজশাহী পলিটেকনিকের সিভিল বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন অনিক বলেন, খুব ভালো লাগছে শিক্ষার্থীরা রাস্তা-ঘাট পরিষ্কারের কাজ করছে। যতদিন লাগবে আমরা এমন কাজ করে যেতে চাই।
বাংলাদেশ শিশু হাসপাতাল ল্যাব মেডিসিন বিভাগের শিক্ষার্থী শাবান মাহমুদ আপন বলেন, আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। অন্ত-বর্তকালীন সরকার গঠন হয়েছে। এখন তারা দেশ শান্তি, শৃঙ্খলা ফেরানো নিয়ে কাজ করছেন। আমরাও নিজ নিজ এলাকা পরিষ্কার করে চলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ছাত্রদের এ উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। তারা গ্রুপ করে এ ধরনের কাজগুলো করছেন।