মাদক সেবনের অপরাধে যুবকের ১১ মাসের কারাদন্ড


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে নাহিদ পারভেজ (২৮) নামে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নাহিদ পারভেজ উপজেলার চককুতুব গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।

রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন জানান, দীর্ঘদিন ধরে নাহিদ পারভেজ হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাড়ির অনেক ক্ষয়ক্ষতিও করেন। তার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সত্যতা পাওয়ায় নাহিদ পারভেজ ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদ- প্রদান করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দন্ডপ্রাপ্ত নাহিদ পারভেজকে এদিন বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।