মাশরাফির দলে জায়গা পাওয়া নিয়ে যা বললেন তামিম


গত বছরের মার্চের পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। করোনার থাবায় এখন পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। যে কারণে ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেলেও অধিনায়কত্বের স্বাদ নিতে পারেননি তামিম ইকবাল।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিমের। আপাতত দীর্ঘসময় পরে আন্তর্জাতিকে ফেরাকেই সবচেয়ে বড় মনে করছেন তামিম।

করোনার অযুহাতে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরা মাশরাফি বিন মুর্তজাকে একাদশে রাখা হবে?

গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। আমি এর জবাব কী করে দিই? আমি মাত্র অধিনায়কত্ব পেয়েছি। একটা ম্যাচও অধিনায়কত্ব করিনি। দলের কে থাকছে কে থাকছে না – এই সিদ্ধান্তটা বাকিরা নেবেন। আমার নিয়ন্ত্রণে থাকলে আমি এর জবাব দিতে পারতাম।

এদিকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের।

সাকিবের ফেরাটা কেমন দেখছেন- প্রশ্নে বাঁহাতি এই ড্যাশিং ওপেনার বলেন, সাকিবের মানে বাড়তি পাওয়া। আমি নিশ্চিত বাংলাদেশকে যখন প্রতিনিধিত্ব করতে নামবে, তখন সে জ্বলে উঠবে। যেহেতু অনেক দিন পর খেলবে, সাকিব ফর্মে ফিরতে সময় নিলেও কোনো সমস্যা নেই বলে মনে করি। আমাদের সবার, পুরো দলের এই বিশ্বাস আছে।