শাহজাদপুরে জোরপূর্বক দখল ও আগুন দেয়ার হুমকি


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে এক ব্যবসায়ী নেতার মার্কেট তালা দিয়ে জবর দখল ও ব্যাংক পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে প্রতাপশালী মহল। ভুক্তভাগী ব্যবসায়ী নেতার অভিযাগ, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরদিন ৬ আগস্ট বেলা ১২ টার দিকে জনসম্মুখ সন্ত্রাসী কায়দায় তাকে মারপিটও করে রক্তাক্ত আহত করে কিছু দূবৃত্তরা।
এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে এ বিষয়ে উপজেলার মণিরামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ভুক্তভোগী ব্যবসায়ী নেতা মোঃ শাহ আলম তার, তাদের পৈত্রিক সম্পত্তির ওপর ১৯৯৯ সালে নির্মিত ৪ তলাবিশিষ্ট শাহজাহান সুপার মার্কেট ও মার্কেটের ভাড়াটিয়া নানা দোকান ব্যবসায়ী এবং ডাচ বাংলা ব্যাংক স্থানীয় শাখার নিরাপত্বা চেয়ে শাহজাদপুর প্রেস ক্লাবে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই অভিযোগ শাহজাদপুর ইউএনও, সেনা ক্যাম্প, থানার ওসি, বণিক কল্যাণ সমিতি ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের নিকটও দাখিল করে এর প্রতিকার চেয়েছেন তিনি । ব্যবসায়ী নেতা মোঃ শাহ আলম অভিযোগে আরও বলেন, ‘এদিন শুক্রবারও তাদের মার্কেট তালা দিয়ে ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, বিএনপির ভুয়া কর্মী পরিচয় দিয়ে দলবল গত ৬ আগস্ট একই কায়দায় স্থানীয় শিল্পকলা একাডেমির জায়গা রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে ঘিরে দখল করলেও প্রশাসনের চাপের মুখে পরে তা খুলে দিতে বাধ্য হয়।’ এদিন বিকেলে অভিযুক্তরা ওই জায়গা তার দাবী করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।