বড়াইগ্রামে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন


নাটোর প্রতিনিধি: “একটি গাছ-একটি প্রাণ; তাই যখনই সুযোগ পান-একটি করে গাছ লাগান” এই শ্লোগান নিয়ে নাটোরের বড়াইগ্রামে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ এস.আর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট মাঠে তিনি এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি শামসুজ্জামান গোলাম, প্রবীণ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী সহ দলের তো-কর্মীরা।