বিশ্ব অটিজম সচেতনতা দিবস রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আলোচনা সভা


রাজশাহী প্রতিনিধি: ২রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে পালন করা হচ্ছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ দিবসটি উপলক্ষে রাজশাহীতে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ এপ্রিল ২০২২) সকালে নগরভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

এর পাশাপাশি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদান করতে হবে। অটিজম শিশুদের জীবনমান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণা করে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আর্থিক ভাতা প্রদান, হুইল চেয়ার প্রদান, হেয়ারিং কিটস প্রদান, সাদা ছড়ি প্রদান, চিকিৎসা সুবিধা প্রদানসহ জীবনমান উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সিটি কর্পোরেশনের বাজেটে প্রতিবন্ধীদের জন্য পৃথক স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তাঁদের সহায়তায় পৃথক বরাদ্দ রাখা হয়েছে। আগামী সেই বরাদ্দ আরও বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, মাননীয় মেয়র মহোদয় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে হুইল চেয়ার প্রদানসহ আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। তিনি আরও বলেন, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী প্রতিবন্ধীদের সহযোগিতায় সবসময় তাদের পাশে থাকেন। প্রতিবন্ধীদের চলাচলে সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রেখে ফুটপাত, ও বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

এর আগে নগরভবনে বেলুন ফেস্টুন উড়িয়ে এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা ও জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।

স্বাগত বক্তব্য রাখেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগম, অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সংস্থার সদস্য পঙ্কজ চৌধুরী। অনুষ্ঠানে রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত ও রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।