আত্রাইয়ে ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালিত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যাথাযথ মর্যাদায় জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রেলস্টেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধু পরিবার এবং শহিদ মুক্তিযোদ্ধদের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, আনসার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারসহ উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ প্রসঙ্গে আলোচনা সভা ও প্রতিযোগিতা এবং পুুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।