আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির সৌজন্য সাক্ষাৎ


আল-আমিন হোসেন, আলমডাঙ্গা থেকে :-আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সাথে নবগঠিত আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টায় আলমডাঙ্গা থানায় ওসির অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বলেন, আলমডাঙ্গা উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বাউলের ও সাধুর বসবাস। তাদের গাঁজা সেবনের ঐতিহ্য রয়েছে। তাদেরকে বাদ দিলেও অনেক কিশোর যুবক মাদকাসক্তিতে আসক্ত। পুরো উপজেলা জুড়ে মাদকের ভয়াল থাবা। এছাড়া, গরু চুরি, মোটর সাইকেল চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্র রয়েছে। সেচযন্ত্র চুরির ঘটনাও মাঝে মাঝে ঘটে ঘটে । আমরা এ সব ক্ষেত্রে  পুলিশের পাশে থাকতে চায়। আলমডাঙ্গা আরও বেশি বাসযোগ্য হয়ে উঠুক আপনার নেতৃত্বে। এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় সাংবাদিকরা আরও বলেন, যাদের স্থানীয় পত্রিকায় কাজ করতে হয়, একই দিনে তাদের অনেকগুলি নিউজ করতে হয়। সেক্ষেত্রে কিছু ভুলত্রুটি খুব স্বাভাবিক। অনেক সময় পুলিশের সাথেও কিছুটা অনৈক্যের বা মতোবিরোধের ঘটনা ঘটে। এ ক্ষেত্রে নতুন করে সেতু বন্ধনের দায়িত্ব ওসির উপর বর্তায়। এ দায়িত্ব আপনি (ওসি) সুচারুরুপে পালন করবেন বলে আমরা মনে করি।

নবাগত ওসি বিপ্লব কুমার নাথ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ ও মাদক মুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের সুনাম আরও উচ্চকিত করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান,  সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব, সাধারণ  সম্পাদক এন এইচ শাওন যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, আই সিটি বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন,প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান,  ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, শাহারিয়া শরিফ,মহিদুল,মুক্তার আহমেদ,ও কার্য নির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল প্রমুখ।