ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য : এরদোয়ান


তুরস্কের ইস্তান্বুলে আজ শনিবার যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : এএফপি

ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের আকাঙ্খার প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। আজ শনিবার (৮ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তান্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতি তার এই সমর্থনের কথা জানান। পাশাপাশি তিনি এটাও বলেন যে, এই সংঘাত নিরসনে শান্তি প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। খবর আলজাজিরার।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৫০০তম দিনে এই সংবাদ সম্মেলনে ইউক্রেনের সফররত নেতার প্রতি সমর্থন ব্যক্ত করে এরদোয়ান বলেন, ‘এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্যতা রাখে।’ শান্তি আলোচনায় ফিরে যাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ন্যায্য শান্তি আলোচনা কোনো পরাজিত পক্ষ তৈরি করে না।’

আগামী মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনকে সামনে রেখে জোটের সদস্য হতে তুরস্কের সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এক টুইট বার্তায় জেলেনস্কি লেখেন, ‘ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

রাশিয়ার আগ্রাসন থেকে যুদ্ধবিধ্বস্ত দেশকে রক্ষায় প্রতিরক্ষার শেষ উপায় হিসেবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আমন্ত্রণ পেতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। এ সপ্তাহে ইউক্রেনের নেতা তার দেশের পক্ষে সমর্থনের জন্য চেক রিপাবলিক, শ্লোভাকিয়া ও বুলগেরিয়া সফর করেন। সামরিক এই জোটটির সম্মেলন অনুষ্ঠিত হবে ১১-১২ জুলাই।

প্রাগ সফরে জেলেনস্কি ‘যুদ্ধ শেষ হওয়ামাত্রই’ নাটোতে যোগদানের বিষয়ে চেক রিপাবলিকের প্রতিশ্রুতি পান। অন্যদিকে, সোফিয়া সফরে ‘অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ামাত্রই’ বুলগেরিয়ার সমর্থনের আশ্বাস পান।

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেবার্গও ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ লাভে তার সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।