গণপরিবহণ চলবে অর্ধেক যাত্রী নিয়ে : স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় গণপরিবহণে অর্ধেক যাত্রী নেওয়াসহ নতুন করে বিধিনিষেধ আরোপ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রনে আক্রান্ত রোগী আমাদের দেশেও পাওয়া গেছে। সপ্তাহখানেক ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এটি আমাদের জন্য আশঙ্কাজনক। এখন দেশের সবাইকে সচেতন থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘এখন থেকে মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করতে পারবে না। এটি কেউ লঙ্ঘন করলেই তাকে জরিমানা দিতে হবে। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালাতে হবে। রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে এ সময়ে দোকানে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করলেই দোকান মালিক এবং ক্রেতা সবাইকে জরিমানা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘আপাতত সরকার লকডাউনের চিন্তা করছে না। সংক্রমণ বেড়ে গেলে তখন সেটা নিয়ে চিন্তা করা হবে। বর্ডারগুলো আরও শক্তিশালী করা হবে। সারা দেশে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মানে সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’