গাছ আমাদের পরম বন্ধু: আইসিটি প্রতিমন্ত্রী পলক


নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গাছ আমাদের অমূল্য সম্পদ, গাছ আমাদের পরম বন্ধু। পৃথিবীতে গাছ না থাকলে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। সেজন্য আমাদের প্রতিনিয়তই গাছ লাগাতে হবে।
বুধবার (২৮ জুন) দুপুরে নাটোরের সিংড়া শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে অপূর্ব জুনাইদের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এক লাখ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। মানুষের বসবাস কঠিন হয়ে পড়ছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে বেশি করে আমাদের গাছ রোপণ করতে হবে। হিমালয়ের বরফ গলে পড়ছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে। যদি এভাবে বাড়তে থাকে তাহলে বাংলাদেশের উপকূল এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সেজন্য আমাদের পরিবেশবান্ধব গাছ রোপণ করতে হবে। গাছ আমাদের যেমন জীবন বাঁচায়, তেমন আমাদের দুঃসময়ে আর্থিকভাবে সহযোগিতা করে।
পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের প্রতিটি কৃষক রক্ত, ঘাম, শ্রম দিয়ে প্রতি ইঞ্চি মাটিতে সোনার ফসল উৎপাদন করছেন। দেশের মানুষের খাবারের ব্যবস্থা করছেন। আজ যেভাবে উন্নয়ন হচ্ছে, দেশে নগরায়ন হচ্ছে, দেশে গাছ কাটা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হচ্ছে, নতুন করে এখন আমাদের গাছ রোপণ করতে হবে।  সারাবিশ্বে যেভাবে তাপমাত্রা বাড়ছে, বিগত বছরে এই তাপমাত্রা মানুষ দেখেনি। এজন্য সবাইকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সারা বাংলাদেশে ২৫ % গাছ প্রয়োজন। সেখানে আমাদের চলনবিলে মাত্র ৫% গাছ ছিল। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সবাইকে নিয়ে সিংড়া চলনবিলে গাছ রোপণ কার্যক্রম শুরু করি। বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার দু-পাশে গাছের চারা রোপণ করি। একদিকে যেমন রাস্তা মজবুত হয়, অন্যদিকে পরিবেশ রক্ষা পায়। সিংড়ায় ৪০০ কিলোমিটার এলাকায় গাছ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর হাবিব রুবেল, অপূর্ব জুনাইদ, অর্ণব জুনাইদ প্রমুখ।