জিম আফ্রো টি-টেন লিগে মুশফিক


জিম আফ্রো টি-টেন লিগে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়েতে পাঁচটি ফ্রাঞ্চাইজি দল নিয়ে আগামী ২০ জুলাই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। জোবার্গ বাফেলোসে চার ‘মার্কি’ ক্রিকেটারের একজন হয়ে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।

জিম্বাবুয়েতে প্রথমবার হচ্ছে এই টি-টেন লিগ। খেলোয়াড়দের নিলাম শুরুর আগেই প্রতিটি দল চারজন করে ‘মার্কি’ ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে। জোবার্স বাফেলোস সেই কোটায় বাংলাদেশের মুশফিককে নিয়েছে।

প্রতিটি দল চার ‘মার্কি’ ক্রিকেটারের সঙ্গে আরও অন্তত ১২ জন করে খেলোয়াড় সংগ্রহ করতে পারবে। এই ১৬ জনের মধ্যে জিম্বাবুয়ের কমপক্ষে ছয়জন থাকা বাধ্যতামূলক। ছয় জিম্বাবিয়ানের মধ্যে একজন হবেন ইমার্জিং ক্যাটাগরির। ২০ জন ‘মার্কি’ ক্রিকেটারের মধ্যে জিম্বাবুয়ে থেকে আছেন কেবল সিকান্দার রাজা।

২০ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাকি চার দল ডারবান বালান্দার্স, হারারে হারিকেন্স, কেপ টাউন স্যাম্প আর্মি ও বুলাওয়ায়ো ব্লেডস। মুশফিকের দলে অন্য তিন ‘মার্কি’ ক্রিকেটার হলেন ভারতের ইউসুফ পাঠান, ইংল্যান্ডের টম ব্যান্টন ও আফগানিস্তানের নুর আহমেদ।