দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সামাজিক সংগঠন ইসো’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো)’র ২০২৩ ইং সালের “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান -২০২৩ “অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ মার্চ) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের খুরুতে অবস্থিত 한국외국인노동자지원센터 এ সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। ইসোর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও দক্ষিণ কোরিয়ার অন্যান্য কমিনিউটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসোর পাশে থেকে ইসোকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন ও ইসোর নতুন কমিটিকে শুভকামনা জানান।

নবনির্বাচিত কমিটির সকলেই দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী তথা দেশের জন্য নতুন উদ্যমে নিরলসভাবে কাজ করে ইসোকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ইপিএস কর্মীদের সকল ধরনের সহযোগিতায় এগিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।