নিয়ামতপুরের বীরমুক্তিযোদ্ধা রামপদ বর্মন আর নেই


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের রামপদ বর্মন গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে শ্বাসকষ্ট জানিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন থেকে তিনি শ্বাসকষ্টসহ দূরারোগ্য বিভিন্ন ব্যধিতে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা রামপদ বর্মনকে বুধবার বেলা ১২টায় নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পূর্ণ করা হয়।

প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, পুলিশ পরিদর্শক হুমায়ন কবির, বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, সুভাস কান্ত সরকারসহ জেলা পুলিশের সদস্যরা। বীরমুক্তিযোদ্ধা রামপদ বর্মনের সৎকারে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।