প্রধানমন্ত্রীর ঈদ উপহার মোহনপুরে ভূমিহীন ও গৃহহীন ৮৭ পরিবারের মাঝে ঘর হস্তান্তর


মোহনপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। সারাদেশের ন্যায় মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহনপুর উপজেলার ৮৭ টি আশ্রয়ণ প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন এ কথা জানান। এ পর্যায়ে ৮৭টি পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালকুদার,উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।