বাঘায় ৩৪১ পিচ ফেনসিডিলসহ শুকুর আটক


বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শুকুর আলীকে ৩৪১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বাঘা থানা পুলিশ। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজুর দিকনির্দেশনায় মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টার সময়ে উপজেলার সদরে বঙ্গবন্ধু চত্তর এলাকা থেকে শুকুর আলী (২০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ভুটভুডি টলি গাড়ীতে বিশেষ ভাবে সংরক্ষিত ৩৪১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এস আই আঃ রউফ সূত্রে জানা যায়, ওসি স্যারের দিকনির্দেশনায় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের ফয়েজ প্রাং এর ছেলে শুকুর আলী মঙ্গলবার ভোর রাত সারে ৪টার দিকে ৩টি সাদা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে ৩৪১বোতল ফেনসিডিল নিয়ে বাঘা উপজেলার আলাইপুর থেকে বাঘা সদরের দিকে আসছিলো।
এ সময় উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্তরে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ এসআই হেলাল,এসআই প্রঙ্গাময়,এএসআই রহিম সরকার, এএসআই মিজান ভুটভুডি গাড়ীতে ৩৪১ বোতল ফেন্সিডিলসহ মোঃ শুকুর আলীকে (২০) আটক করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের ফয়েজ প্রাং এর ছেলে শুকুর আলীকে মাদক সহ আটক করেছে। এ ঘটনায় ২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।