প্রস্তুতি ম্যাচে দারুণ উজ্জ্বল তামিম


চোটের কারণে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। আশার কথা জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে খেলবেন তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেন দারুণ একটি ইনিংস।

তামিম ৬২ বলে ৬৬ রান করেন। ৪২ বলে ৩৯ রান করেন মিঠুন। আর ৬০ বলে ৩৭ রান করেন সাকিব। ৩০ বলে ৩৬ রান করেন সৈকত। আফিফ ২৩ বলে করেন ২৮ রান। তাই বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে।

আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৬/৬ (তামিম ৬৬, নাঈম ২৫, সাকিব ৩৭, মিঠুন ৩৯ সৈকত ৩৬, আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২*, মিরাজ ৫*; ফারাজ ১০-০-৭৩-২, চিভানগা ৮-১-৪৪-২, মাধেভেরে ৪-০-১২-২)।