মুন্ডমালা পৌরসভায় ৪৯জন প্রার্থীর মধ্যে ২জনের মনোনয়নপত্র অবৈধ


তানোর প্রতিনিধি: রাজশাহী জেলার তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সকাল ১১টার দিকে উপজেলা সভা কক্ষে বৈধ প্রার্থী যাচাই বাছাই করা হয়েছে।গত ৩১শে ডিসেম্বর তানোরে মুন্ডমালা পৌর নির্বাচনে মেয়র পদে ৩জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩জন ও কাউন্সিলর পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

শুধুমাত্র ১নং ওয়ার্ডর ওমর ফারুক ও ৬ নং তহরুল ইসলামের ঋন খেলাপি হওয়ার জন্য তাদের মনোনয়নপত্র অবৈাধ বলে ঘোষনা করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নং অফিসার সুশান্ত কুমার মাহাতো।

গত ৩১ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মুন্ডুমালা পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী আমির হোসেন আমিন,ধানোর শীষের প্রার্থী ফিরোজ কবির,স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।আজ যাচাই বাছাই শেষে ১১টার দিকে উপজেলা সভা কক্ষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নং অফিসার সুশান্ত কুমার মাহাতো।

 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার সহকারী স্বৃীকৃতি ,তানোর উপজলা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা নয়টি সকল প্রার্থীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারী মুন্ডমালা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে