মোল্লা বারাদারের নিহত হওয়ার কথা অস্বীকার তালেবানের


তালেবানের অন্যতম শীর্ষ নেতা ও তাদের নতুন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। ছবি : সংগৃহীত

তালেবানের অন্যতম শীর্ষ নেতা ও তাদের নতুন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হওয়ার কথা অস্বীকার করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীটি।

কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারকে পরাজিত করে ক্ষমতা নেওয়ার পর গোষ্ঠীটির অভ্যন্তরীণ বিভক্তির মধ্যে এ ঘটনা ঘটেছে বলে গুজব ছড়ানোর পর তালেবান তা অস্বীকার করে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তালেবান মুখপাত্র সুলাইল শাহীন জানিয়েছেন, মোল্লা আবদুল গনি বারাদার একটি ভয়েস ম্যাসেজে এক সংঘর্ষে তার নিহত বা আহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন।

‘তিনি বলেছেন এটি মিথ্যা এবং পুরোপুরি ভিত্তিহীন,’ এক টুইটার বার্তায় বলেছেন তালেবান মুখপাত্র শাহীন।

তালেবান একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, সেটিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে এক বৈঠকে বারাদারকে দেখানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ফুটেজটি যাচাই করে দেখতে পারেনি রয়টার্স।

মোল্লা বারাদার তালেবানের রাজনৈতিক দপ্তরের সাবেক প্রধান এবং গত সপ্তাহে ঘোষিত সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।