সাপাহারে বজ্রপাতের আতঙ্কে কিশোরের মর্মান্তিক মৃত্যু


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বজ্রপাতে আতঙ্কিত হয়ে গাছ থেকে পড়ে হোসেন আলী (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং সদর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামে। নিহত হোসাইন পোরশা উপজেলার কোচপুর (তলাপাড়া) গ্র্রামের আব্দুল মজিদের ছেলে ও শাহাবাজপুর মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

নিহতের আত্মীয়রা জানান, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নিহত হোসাইন তার নানা বাড়ী এলাকা শাহাবাজপুর গ্রামে ৪/৫ জনের সাথে জাম গাছে উঠে জাম পাড়ছিলো। এমন সময় পাশ্ববর্তী জামগাছের উপর বজ্রপাত হলে সেটি ভেঙ্গে যায়। এমতাবস্থায় ওই কিশোর ভয় পেয়ে জামগাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে নিহতের আত্মীয়রা তাকে উদ্ধার করে সাপাহার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে লাশ তদন্তকালে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান, প্রাথমিক অবস্থায় নিহত কিশোরের দেহে কোন ঝলসানির চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অপমৃত্যুর মামলা হয়নি।