সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা


কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে হেরে যাওয়ায় ফাইনালের পথ কঠিন হয়ে পড়েছিলো বার্সেলোনার জন্য। এর উপর ম্যাচে সোভিয়ার রক্ষণভাগ বড় দেয়াল হয়ে দাড়িয়েছিলো মেসি-দেম্বেলেদের জন্য। তবে চরম নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ পর্যন্ত স্প্যানিশ কাপের ফাইনালে উঠলো রোনাল্ড কুমানের দল।

ক্যাম্প নূয়ে বুধবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে বিজয়ী প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।

সেমির এ ম্যাচে শুধু জিতলেই হতো না, জিততে হতো সঠিক সমীকরণে। কঠিন সেই চ্যালেঞ্জে বার্সেলোনার কাজটা কঠিন করে দেয় রক্ষণাত্মক সোভিয়া। শেষে সমিকরণের প্যাচে পরে জিতেও হতাশায় ডোবার শঙ্কা জেগেছিল। তবে শেষটা হলো একেবারে নিজের মতো করে হলো স্পানিশ জায়ান্টদের।

ম্যাচে ১২ মিনিটে উসমান দেম্বেলের গোলে বার্সেলোনা এগিয়ে যায়। পরে যোগ করা চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ পিকে। আর এরপরে সমিকরণে সমাধান টানার তৃতীয় গোলটি করেন পেদ্রির বদলি নামা মার্টিন ব্রাথওয়েট।

শিরোপা লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ হিসেবে থাকবে অন্য সেমি-ফাইনালে লেভান্তে ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে বিজয়ী দল।