রাপ্র ডেস্ক: প্রতি বছর বাড়িতে আত্মীয়স্বজন আসে। তাদেরকে সময় দেই। রাতে কাজিনদের নিয়ে ঘুরতে বের হই। কিন্তু এবারের ঈদ তো অন্যরকম। করোনা সব আনন্দ মাটি করে দিয়েছে। ঘরে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান দেখবো। পরিচিতজন ও আমার ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে ফোনে কুশল বিনিময় করে ঈদের দিন কাটবে। কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অধরা খান।
তিনি আরও বলেন, এই সংকটের সময়ের আসুন আমরা চেষ্টা করি যতটা সম্ভব নিরাপদ থাকার। আমাদের এই লড়াইয়ে জয়ী হতেই হবে। সবাই মিলে এই লড়াইতে জয়ী হবো আমরা।
২০১৮ সালে ‘মাতাল’ এবং ‘নায়ক’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় অধরার। মুক্তির অপেক্ষায় আছে এই নায়িকার ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি। এদিকে আরও ৩টি ছবি হাতে আছে তার।
করোনার এই সংকটে ২০০ মানুষকে সহযোগিতা করেছেন তিনি। নিজে হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন অধরা।