খুশির দিনে ম্যাশ-মুশির অনুরোধ


রাপ্র ডেস্ক: টানা ৩০ দিন সিয়াম সাধনার পর আজ ঘরে ঘরে ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম ধর্মাবলম্বীরা। করোনার বিরূপ বাস্তবতায় মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি কিছুটা সাদামাটাভাবেই উদযাপন হচ্ছে।

করোনার প্রাদুর্ভাব ও বিস্তার এড়াতে ঈদের দিনে মানুষকে বাইরে ঘুরাফেরা না করে ঘরে ধাকার অনুরোধ করেছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন- ‘এবার ঘরে থেকে ঈদ করার বড় সুযোগ। বাসায় যাঁরা অবিভাবক আছেন, তাদের সময় দিন। সাধারণত ঈদের দিনে তাঁদের সময় দেওয়া হয় না। এবার অবিভাবকদের ঈদ স্পেশাল করে তোলার দারুণ সুযোগ। তাঁরা যেন নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। সবাইকে অনুরোধ করব, সবাই ঘরে থাকুন, এক সঙ্গে ঈদ করুন। বেঁচে থাকলে সামনের ঈদ আরও ভালো হবে।’

ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সঙ্গে সুর মিলিয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক লিখেন- ‘এবার ঈদটা একটু অন্যরকম। যদিও আমরা এভাবে চাইনি। আমরা সবাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দেই, বাসাতেই থাকি।’