গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ট্রাকে ফেনসিডিল, দুই যুবক আটক


  • নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীতে মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় ৪ শত ৭৪ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌর সদর শহীদ ফিরোজ চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, ট্রাকের ড্রাইভার চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুরপুর গ্রামের মুর্ত্তজা আলমের ছেলে সেলিম রেজা ইসমাইল (৩২) ও হেলপার আজিমতপুর রিফুজিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে তরিকুল ইসলাম(৩২)।
  • র‌্যাব-৫ রাজশাহীর কম্পানি অধিনায়ক এটিএম মইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি ট্রাকে মিষ্টি কুমড়ার সাথে ৪৭৪ বোতল ফেনসিডিল সাজিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হতে রাজশাহীর দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর অপারেশন দল অভিযান চালিয়ে গোদাগাড়ী সদরে ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তাদের ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৩ টি সীমকার্ড, ১ টি মেমোরীকার্ড, মিষ্টি কুমড়া ৪ হাজার ৪০০ কেজি, ১ টি ট্রাক, ১ টি ড্রাইভিং লাইসেন্স ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।