চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি ও তার বড় ভাই মামার বাড়ি বেড়াতে এসে এই ঘটনার শিকার হয়।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত লাবিব (১৪) গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের স্বপন আলীর ছেলে। নিহতের মামা তাবরেজ আলী জানান, লাবিব ও তার বড় ভাই উৎস এবং মামাতো ভাই মাহফুজ পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এ সময় লাবিব পানিতে ডুবে গেলে অপর দুইজন সাঁতরে নদী তীরে উঠে চিৎকার আরম্ভ করে। 

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদীতে জাল ফেলে লাবিব এর লাশ উদ্ধার করে। লাবিব ডুবে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।