চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সুজন আলী (৩৫) নামে ক্ষুদ্র ব্যবসায়ী এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১০’জুন) সকাল ১০ টার দিকে শিবগঞ্জ পৌর লাগাতপাড়া মহল্লার (মহিলা কলেজ সংলগ্ন) নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজন মৃত মজিবুর রহমানের ছেলে।

মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানার পরিদর্শক (অভিযান) ইকবাল পাশা বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টার মধ্যে কোন এক সময় বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয় সূজন। ভোর ৪টার পরপরই পরিবারের সদস্যরা মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়।

পরিদর্শক পাশা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে সুজন একাজ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।