ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকদ্রব্যসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্বরূপনগর এলাকার একটি ভাড়াবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার মূল্যের কসমেটিকদ্রব্য জব্দ করা হয়।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল কাদের (৪০)।চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহরকারি পরিচালক জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম স্বরূপনগরের একটি বাড়িতে অভিযান চালায়।
এসময় সাবান, সুগন্ধি দ্রব্যসহ বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকসহ আব্দুল কাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস.আই নাজমুল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকের দ্রব্য বাজারে সরবরাহ করে আসছে এবং সে কসমেটিক বিক্রির আড়ালে মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করে আসছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।