টিকটিকি তাড়ানোর সহজ উপায়


বাসা-বাড়িতে তেলাপোকার মতো অপছন্দের আরেক প্রাণীর নাম টিকটিকি। টিকটিকি পোকা-মাকড় খেয়ে আমাদের বাসা পরিষ্কার করে। রান্নাঘরের আনাচে কানাচে বা খাটের তলায় টিকিটিকির বিচরণ সর্বত্র। কখনো খাবার টেবিলে আবার কখনো বিছানার চাদরে বিষাক্ত ক্রিয়া ছাড়তে বাদ দেয় না। আপাতত দৃষ্টিতে এটিকে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি মারাত্মক বিষাক্ত। এর বিষ্ঠা খাবারের সঙ্গে পেটে গেলেই আপনি অসুস্থ।

বাসা-বাড়িকে টিকিটিকি মুক্ত রাখতে অনেকে বাজারে প্রচলিত দামি স্প্রে ব্যবহার করেও মুক্তি পাননি। তবে জেনে নিন টিকটিকি তাড়ানেরা কয়েকটি ঘরোয়া উপায়-

১. জানালার কোনায় কোনায় বা ঘরের ভেন্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের গন্ধে টিকটিক ধারের কাছে আসবে না।

২. গোলমরিচ বা শুকনো মরিচের গুড়ো ৩-৪ কাপ পানিতে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। এর পর সেই পানি ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি এলাকা ছাড়া পালাবে।

৩. ঘরের যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথলিন বা ন্যাপথলিন গুড়ো করে ছিটিয়ে দিন টিকটিকি পালাবে।

৪. ঘরের মধ্যে ডিমের খোসা রেখে দিন। এ কারণে ঘর থেকে পালাবে টিকিটিকি।

৫. ঘরের যেখানে টিকিটিকির আনাগোনা বেশি সেখানে ময়ুরের পালক রেখে দিলে টিকিটিকি পালাবে।