দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার খাদ্য গোডাউনে এর উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসার ডাক্তার মোঃ মনসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহসিন মৃধা। এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, দুর্গাপুর পৌর মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মোতালেব, উপজেলা খাদ্য গুদামের ভারপাপ্ত কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন, দুর্গাপুর চাউল কল সমিতির সভাপতি মোঃ এজাজুল হক প্রমুখ।