স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের পাশে দাড়ালো সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বদেশ মানব কল্যাণ সংস্থা’। সংস্থাটির পক্ষথেকে রাজশাহী নগরীর প্রায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার ১৬ মে ২০২০ দুপুর ১ টার সময় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী.কম অফিসে অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ‘স্বদেশ মানব কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক ও অনলাইন নিউজ পোর্টাল ‘স্বদেশ বাণী.কম’র সম্পাদক কামরুজ্জামান বাদশা।
সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি, স্বদেশ বাণী.কম’র অন্যতম উপদেষ্ঠা ও রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের তত্তাবধায়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, স্বদেশ মানব কল্যাণ সংস্থা’র সহ সভাপতি আমিনুর রহমান চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য গুলজার হোসেন বাচ্চু, সংস্থার নির্বাহী সদস্য মেহদী হাসান, নাজমুল হক, জহুরুল ইসলাম প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে সকলে খাদ্য সামগ্রী গ্রহণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, পেঁয়াজ, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, ঢেড়স।