করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলা করতে সকলকে আহবান জানিয়ে নিরাপদ সড়ক চাই


নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতক বিশ্ব মহামারী করোনাভাইরাস থেকে নিজে, আপনজন ও দেশকে রক্ষা করতে স্বাস্থ্য বিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলা করতে সকলকে আহবান জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা সচেতনতা কর্মসূচীর অংশ হিসাবে ।

আজ ১৬ মে শনিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার, মনিচত্বর, গণকপাড়া, তালাইমারীর  বিপনী বিতানসহ বিভিন্ন পয়েন্টে ও সড়কে প্রচার অভিযান চালায়।

এ সময়ে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু ও কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে  “উৎসবের আগে জীবণ বড়” এই শ্লোগানকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানানো হয়।