ধামইরহাটে পত্রিকা বিক্রেতাদের ২য় বার ত্রাণ দিলেন ইউএনও গনপতি রায়


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৫ জন পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ মে বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের নির্দেশনা মোতাবেক উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা হতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি মসুরডাল, ১ কেজি তৈল, ১ কেজি লবন বিতরণ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন।

এ সময় সিনিয়র সাংবাদিক এম এমালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম, মেহেদি উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে ইতিপূর্বেও পত্রিকার বিক্রেতারে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।