রায়হান আলম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৬০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৫শত পিচ মাল্টা এবং ৬শত ২৫ পিচ লেবু গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ,ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব চারা গাছ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান,উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষকবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা বলেন,ভিটামিন সি সমৃদ্ধ ফলমূলের ঘাটতি পুরণের লক্ষে এসব চারাগাছ বিতরণ করা হয়।
৬০ জন কৃষকের মাঝে বারী-১ জাতের ৩ হাজার ৫শত পিচ মাল্টা, চায়না-৩ জাতের ৬শত ২৫ পিচ লেবুর চারা, কীটনাশক, ছত্রাক নাশক, অনুখাদ্য দস্তা সার, বোরন, ম্যাগনেশিয়াস, ভার্মি কমপোষ্ট, সিকেচার (কাঁচি), কীটনাশক দমনের মেশিন (স্পেয়ার মেশিন) প্রদান করা হয়। ইতোপূর্বে ওই ৬০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।