নাচোলে ডাসকোর উদ্যোগে বিনামূল্যে কৃষকেদর মাঝে আমন ধানের বীজ বিতরণ


অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো ফাউন্ডেশনের(iwet) উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের মধ্যে অসহায় হতদরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ৮৫ জন কৃষকের মাঝে তিন কেজি করে ব্রি-৪৯ ও ব্রি- ৫১ ধানের বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ সিনজেন্টা ফাউন্ডেশনের প্রজেক্টের অফিসার মিজানুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলেটটর সাব্বির হাসান, মোসাঃ তারা খাতুনসহ কৃষকবৃন্দ।

ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলেটটর মোঃ সাব্বির হাসান, মোসাঃ তারা খাতুনজানান উপজেলায় মোট ১৫৮ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হবে।