নিয়ামতপুরে প্রথমবারের মত যাত্রা শুরু করল অনলাইন স্কুল


শাহজাহান শাজু: সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে নিয়ামতপুরে প্রথমবারের মত যাত্রা শুরু করল অনলাইন স্কুল। অনলাইন স্কুলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ী থেকে স্মার্টফোন কিংবা ল্যাপটপে ইন্টানেট কানেক্ট করে শ্রেণি পাঠদান গ্রহন করতে পারবে। কোমলমতি শিার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ থাকায় নিয়ামতপুরে “নিয়ামতপুর অনলাইন স্কুল” চালু হলো। 
শনিবার নিয়ামতপুর মডেল সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন লাইন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর কলেজের ভাইস প্রিন্সিপাল মমতাজ উদ্দীন। 
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোব্বারুর ইনিয়ামতপুরে প্রথমবারের মত যাত্রা শুরু করল অনলাইন স্কুল শাহজাহান শাজু সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে নিয়ামতপুরে প্রথমবারের মত যাত্রা শুরু করল অনলাইন স্কুল। অনলাইন স্কুলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ী থেকে স্মার্টফোন কিংবা ল্যাপটপে ইন্টানেট কানেক্ট করে শ্রেণি পাঠদান গ্রহন করতে পারবে। 
কোমলমতি শিার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ থাকায় নিয়ামতপুরে “নিয়ামতপুর অনলাইন স্কুল” চালু হলো। শনিবার নিয়ামতপুর মডেল সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন লাইন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর কলেজের ভাইস প্রিন্সিপাল মমতাজ উদ্দীন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোব্বারুর ইসলাম। 
সভাপতির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অনুরোধ করব মোবাইলে ফেসবুক ও ইউটিউবের নেশা কমিয়ে রুটিন অনুযায়ী অনলাইনে কাস কর। কাসে প্রদত্ত হোম ওয়ার্কগুলো বাসায় যথাসময়ে কর। তোমার ঘরই এখন তোমার স্কুল।
এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর শিক্ষক সমিতি সভাপতি নুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রইচ উদ্দীন বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর প্রধানরা। একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন জানান, সরাসরি অনলাইনে নির্ধারিত রুটিন মোতাবেক শিক্ষকরা ষষ্ঠ শ্রেণি হতে মাষ্টার্স শ্রেণি পর্যন্ত তাদের নিয়মিত পাঠদান দিবেন।