অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিলারেদর নিকট থেকে সরকারি ভাবে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা খাদ্যগুদামে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজহারুল ইসলাম ওসি এলএসডি মনিরুজ্জামান, মিল মালিক সমিতির সভাপতি শওকত আকবর মিলন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজহারুল ইসলাম জানান, এবছর সরকারীভাবে প্রতি কেজি ৩৬টাকা দরে ১হাজার, ৮শ’ ৬৪ মেঃটন সিদ্ধ চা’ল সংগ্রহ করা হবে এবং এ অভিযান আগামী ৩১অগষ্ট/২০২০ইং পর্যন্ত চলবে।