সাজেদুল ইসলাম ওলি, নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় করোনা ভাইরাস ও দূর্যোগ মোকাবেলায় উপজেলার প্রতিটি মসজিদের মোট ৭০০ জন খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের মাঝে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল এর নিজ অর্থায়নে পবিত্র ঈদ-ঊল-ফিতর’কে সামনে রেখে “খাদ্য সামগ্রী (আতপ চাউল, দেশী চাউল, ডাল, তেল, আলু, চিনি, লাচ্ছা, সেমাই, নুডুলস্ ও বিস্কুট) উপহার” এবং পরবর্তীতে আরও ৫০ (পঞ্চাশ) জন খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলা নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফির উপলক্ষে সমজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তেুাজা আলী বাবলু সহ স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।