মুক্তিযোদ্ধার লিচু বিক্রির দায়িত্ব ইউএনও তমাল হোসেন


আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে লিচুর বাগান বিক্রিল হচ্ছেনা। চিন্তায় ভেঙ্গে পড়েছেন মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম। 

 তার ছেলে আকরাম হোসেন ফেসবুকে এই দুঃখজনক স্ট্যাটাস দিলে ইউএনও তমাল হোসেনের নজরে পড়ে। রবিবার দুপুরে উপজেলার উত্তর নাড়িবাড়ি এলাকায় ওই মুক্তিযোদ্ধার লিচুর বাগান পরিদর্শন করেন ইউএনও। পৌনে দুই বিঘা জমিতে ১৮টি গাছে প্রায় ৩০ হাজার লিচু ধরেছে। 

 ওই লিচু বিক্রির দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। ২১ মে প্রকাশ্যে নিলামের মাধ্যমে তা বিক্রি হবে।ইউএনও তমাল হোসেন বলেন, মানবিক কারণে একজন মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করছি বাগানটির লিচু ন্যায্যমূল্যে বাজারজাত করণ হবে। ইতিমধ্যে বাগানটির অগ্রিম বায়নাও হয়েছে। 

 আশরাফুল ইসলাম বলেন, এই দুর্যোগে ইউএনও মহোদয়ের মহানুভবতায় আমি মুগ্ধ হয়েছি। তিনি পাইকারদের সাথে কথা বলে নিশ্চিত লোকসানের হাত থেকে বাঁচাতে আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।