পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছীতে অসহায় ও প্রতিবন্ধিদের মধ্যে মহামারী করোনা ভাইরাস ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন এনজিও সুনাম। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের গোটিয়া স্কুল মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাকবীর হাসান, এনজিও সুনাম (সুর্বণ নাগরিক মঞ্চ’র) সাধারণ সম্পাদক ওয়াসিউল হাদি সনি, কোষাধক্ষ্য মোঃ নাজমুল হক এলাকার গণ্যমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন। এনজিও সুনাম এর চেয়ারম্যান গোলাম ফারুক এর ব্যাবস্থাপনা করেন।
অনুষ্ঠানে ১ শত জন প্রতিবন্ধি এবং ৫০ জন অসহায় মানুষের মাঝে ২ কেজি আটা, সেমাই ১ প্যাকেট, হাফ কেজি চিনি বিতরণ করা হয়।