নাটোরে ঝড় বৃষ্টিতে ফসল ও গাছপালার ক্ষয় ক্ষতি


আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে বুধবার রাতে থেকে সাইক্লোন আম্ফানের প্রভাবে সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়েছে আম, লিচু ,কলা ,ব্যাপক ক্ষতি হয়েছে।

অপরদিকে বৃষ্টির কারণে অনেক খেতে পানি জমে আছে। ফলে বিপাকে পড়েছে কৃষক। 

জানা যায়, প্রচন্ড ঝড়ের কারণে অনেক এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙে গেছে। কৃষক শফিকুল ইসলাম বলেন, এ অঞ্চলে ধান কাটা প্রায় শেষ হলেও ব্রি-২৯ জাতের ধান এখনো কাটা শুরু হয়নি। 

তাছাড়া ধান শুকানো নিয়েও আমরা দুশ্চিন্তায় আছি। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিরুল ইসলাম বলেন, ধান কাটা অনেকটা শেষ। উপজেলায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি।